জেলা ও দায়রা জজ

জনাব মোঃ জিয়া হায়দার
সিনিয়র জেলা ও দায়রা জজ, ফরিদপুর
জনাব মোঃ জিয়া হায়দার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ১৯/০৯/২৪ খ্রি. অত্র জেলায় যোগদান করেন। তিনি ১৮তম বি.সি.এস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভি আই.ডি নং ১৯৯৮১১৮০২৬। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (সম্মান) এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা যশোর। ইতোপূর্বে তিনি নড়াইল, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ), সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারক (জেলা ও দায়রা জজ), বিভাগীয় স্পেশাল জজ , জেলা জজ ও সিনিয়র জেলা জজ পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশ ও দেশের বাইরে ১৫তম বিচার প্রশাসন মৌলিক প্রশিক্ষণ, ২৫তম বুনিয়াদি ট্রেনিং কোর্স, ১২০তম রিফ্রেশার্স কোর্স, ২য় ওরিয়েন্টেশন প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ এবং অস্ট্রেলিয়ায় ও ভারতের ভূপাল ন্যাশনাল জুডিসিয়াল একাডেমীতে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়া ও ভারত ভ্রমণ করেছেন।