Skip to main content
 

ফরিদপুর জেলা জজ আদালতের ইতিহাস

ফরিদপুর জেলা জজ আদালতের ইতিহাস

 

ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ সালে (বাংলা পিডিয়া অনুসারে)। ঢাকা বিভাগের অন্তর্গত ফরিদপুর পৌরসভা স্থাপিত হয় ১৮৬৯ খ্রিষ্টাব্দে। ১৮৭৫ সালের ১৯ শে জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসনিক সুবিধার্থে ফরিদপুর জেলা জজিয়তকে পৃথক অস্তিত্ব প্রদান করা হয়। ব্রিটিশ আর্টিটেকচারের তত্ত্ববধানে ১৮৮৫-৮৬ সালে ফরিদপুর জজকোর্ট বিল্ডিংটি নির্মিত হয় এবং ১৮৮৯ সালে ফরিদপুর জেলা জজ আদালত স্থাপিত হয়। আবুল ফায়েজ মুজিবুর রহমান (এ.এফ.মুজিবুর রহমান) ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ফরিদপুর জেলার প্রথম মুসলিম জুরি¯ট। প্রাপ্ত তথ্যমতে ১৮৮৪ সালে শ্রীযুক্ত বি.সি.মিত্র. স্কয়ার ফরিদপুরের প্রথম জেলা জজ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সি.এম.মিথার, জে.এফ গ্রাহাম, মিঃ জি.বি. মিসফোর্ড, ডি.ই.লিওনার্দ সহ আরো অনেক ব্রিটিশ বিচারক ফরিদপুর জেলার জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। 

ফরিদপুর আদালত ভবনের ঐতিহ্য

ফরিদপুর জেলা জজ আদালতের দোতলা মূল বিল্ডিংটি লাল ইটের তৈরি ব্রিটিশ পিরিয়ডের একটি চমৎকার স্থাপত্যশৈলী। উক্ত বিল্ডিংটির ছাদের পিলারে চমৎকার কারুকার্য খচিত ছোট ছোট ভাস্কর্য রয়েছে। ভবনটির দোতলার বারান্দা তৎকালিন নকসাকৃত লোহার রেলিং দ্বারা বেষ্টিত। এই ভবনের দ্বিতীয় তলায় উঠার জন্য পূর্ব ও পশ্চিমে এবং ভবনের মাঝখানে তিনটি লোহার সিড়ি ও দৃষ্টিনন্দন লোহার রেলিং রয়েছে। এই ভবনের অন্যতম বৈশিষ্ট হলো ভবনটিতে কোন জানালা নেই। দ্বিতীয় তলার এজলাস কক্ষগুলোর উপরে কাচের দেওয়ালযুক্ত ছাদওয়ালা ঘর রয়েছে। যার ফলে এজলাস পর্যাপ্ত আলোকিত এবং অপেক্ষাকৃত ঠান্ডা থাকে। ভবনের দরজাগুলো ৯ ফুট উচ্চতার। উক্ত দরজাগুলোতে লোহার ডাসা সংযুক্ত রয়েছে। উক্ত জেলা জজ আদালত ভবনের রেকর্ডরুমে রক্ষিত নথিপত্রে ফার্সি ভাষায় লিখিত নথিপত্র ও আদেশসমূহ পাওয়া যায়। নিঃসন্দেহে উক্ত তথ্যাদি ফরিদপুর জেলা জজ আদালতের ঐতিহ্যকে বহন করে। এছাড়াও ১৮৬৩ সালের ব্রিটিশ সিল, সিলযুক্ত নথি ও আদেশনামাও রেকর্ডরুমে সংরক্ষিত রয়েছে। ফরিদপুর জেলা জজ আদালত ভবনের ব্যতিক্রমী অপরুপ নকসা ও স্থাপত্যশৈলী প্রায় দেড়শত বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও লালন করে চলেছে। 

এছাড়াও ফরিদপুর জেলায় ৪.১৯ একর জমির উপর প্রতিষ্ঠিত ভাংগা চৌকি আদালতের কার্যক্রম শুরু হয় ১৮৫০ সালে এবং আদালত ভবনটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে। এই চৌকি আদালতে একতলা পুরাতন ইমারত ভবন বা বাংলো রয়েছে যা সিনিয়র সহকারী জজের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। উক্ত আদালত ভবন এবং পুকুর বাগানসহ আদালত প্রাঙ্গন সুদীর্ঘ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে চলেছে।  

এছাড়া, ০১/১১/২০০৭ খ্রি. তারিখে বিচার বিভাগ পৃথকীকরণের ফলে ফরিদপুর জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে জেলা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কতিপয় রুমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলে। পরবর্তীতে ৮ তলা বিশিষ্ট নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মিত হয় এবং নির্মাণ শেষে ১৩/০৯/২০২০ খ্রি. তারিখে ভবনটি ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়। ফরিদপুর জেলায় সরকারী অফিস ভবনসমূহের মধ্যে এটিই প্রথম সর্বোচ্চ অফিস ভবন।

গৃহীত উদ্ভাবনী কার্যাবলী-

ফরিদপুর জেলা জজ আদালতের নীচতলায় মা ও শিশু কর্ণার (মাতৃদুগ্ধ পানকেন্দ্র) স্থাপিত হয়েছে। এছাড়া, আদালত ভবনের কনফারেন্সরুম, সিঁড়িসহ ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজের জন্য এবং বিচার প্রার্থীদের অপেক্ষার স্থান, ‘‘ ন্যায়কুঞ্জ’’ তৈরির জন্য গণপূর্ত বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।